CHARLIE
Malayalam film
চার্লি আসলে কোন সিনেমা নয় এটা একটা জীবনবোধের গল্প কিংবা আরো ভালো ভাবে বলা যায় চার্লি ইজ নট এ ফিল্ম ইটস এন্ড ইমোশন চারলি হচ্ছে সাউথ ইন্ডিয়ান হিমু ভগো ঘুরে এক যুবক সে জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য তার একটাই জীবনটাকে উপভোগ করা জীবনের হাজাটা সমস্যা কে পাশ কাটিয়ে হাসিমুখে বাঁচতে শেখায় চার্লি এই চরিত্রটা দেখে লোভ জাগে তার মতো হতে ইচ্ছে হয় তার প্রেমে পড়তে ইচ্ছে হয় বারবার কেউ যদি জিজ্ঞেস করে কোন সিনেমাটা না দেখে মরা উচিত হবে না এই প্রশ্নের একটি উত্তর হবে চার্লি এই চরিত্রটাকে পদ্মায় যেভাবে ফুঁটিয়ে তুলেছেন দুলকার সালমান সেটা বলিউড তো দূরে থাক পুরো দুনিয়ায় কেউ পারবে না কম বাজেটে কিভাবে দারুন সিনেমা বানাতে হয় সেটা মালায়লাম ইন্ডাস্ট্রিতে ভালো কেউ জানে না মাত্র দেড় কোটি রুপি বাজেটের সিনেমাটা বক্স অফিস থেকে আয় করেছিল 15 কোটি রুপিরও বেশি আমাদের দেশে দুলকার সালমান পরিচিত মূলত এই চার্লি সিনেমা টা দিয়ে হাজার কোটি টাকা বাজেট আর গাদা গাদা সুপারস্টার দিও হলিউডের কেউ কখনো চার্লি এর মতো সিনেমা বানাতে পারবে না কারণ সেই ইমোশনের জায়গাটায় পৌঁছানো তাদের পক্ষে সম্ভব নয়
মুভিটি দেখতে আমাদের সার্ভারে ভিজিট করুন http://172.18.50.2/South%20Indian%20Movie/ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পোস্টটি ভালো লাগবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না hig speed download এর জন্য আমাদের সংযোগ ব্যবহর করুন....01747215521
Comments
Post a Comment