96
কিছু কিছু মুভি আসোলে শুধু চোখ দিয়ে দেখলেই হয় না , হৃদয় দিয়েও অনুভব করা লাগে । 96 ঠিক এইরকমই একটি মুভি । 96 শুধু একটি মুভি নয় , এটা একটা ভালোবাসা । এটা একটা নস্টালজিয়া । ভালো লাগার অনেক মুভিই থাকে কিন্তু হৃদয়ে জায়গা করতে পারে খুবই কম মুভি । 96 হৃদয়ে জায়গা করে নেওয়া একটা মুভি ।

সত্যিকারের ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নেই । আমৃত্যু এই ভালোবাসা তার রং ছড়িয়ে যায় রংধনুর মতো । এই ভালোবাসায় নেই তো শারীরিক চাহিদা । এই ভালোবাসা পবিত্র , অকৃত্রিম , অমর । ভালোবাসার মানুষটিকে পাই বা না পাই , ভালোবাসা এক বিন্দুও তাতে কমে না । 96 এই রকম অকৃত্রিম , পবিত্র , অমর এক ভালোবাসার মুভি ।

স্কুল লাইফ আমাদের সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় । এই স্কুলেই আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান এবং অপূর্ব কিছু সময় কাটাই । আর এই স্কুলের স্মৃতি গুলোই আমাদের সারাজীবন মনে থাকে । এই স্মৃতি রোমন্থন করেই আমরা আনন্দ খুঁজে পাই । এই স্মৃতির মধ্যে থাকে স্কুল জীবনে করা বিভিন্ন মজা । স্কুলের ক্লাসরুম , দরজা , জানালা , খেলার মাঠ সবই খুব আপন । দীর্ঘ সময় পরে যখন আমরা সেখানে ফিরে যাই তখন চোখ ভিজে আসে জলে । স্মৃতিকাতর হয়ে যেতে হয় । 96 মুভিতেও সেই স্মৃতিকাতরতা ফুটে উঠেছে ।

স্কুল লাইফে সবারই টুকটাক ভালোলাগা , ভালোবাসা থাকেই । কিন্তু এই ভালোলাগাকে ভালোবাসায় রূপান্তর করা আর এই ভালোবাসা সারাজীবন আগলে রাখা খুবই বিরল । সেইরকম শক্তি , সাহস সবার থাকে না । এইরকম এক সাহসী ভালোবাসার মুভিই 96 ।

96 হচ্ছে আসোলে তাদের ব্যাচ । 22 বছর আগে যেই ব্যাচে Ram(Vijay Sethupathi) আর Jaanu(Trisha Krishnan) একসাথে পড়াশোনা করতো । আর সেখানেই তাদের প্রেম ভালোবাসার সূচনা হয় । আর 22 বছর পর এক রিইউনিয়ন প্রোগ্রামে এসে সেই ভালোবাসার স্মৃতি রোমন্থন করে তারা ।

এইবার আসি এক্টিং এর কথায় । Vijay Sethupathi এর কথা আর কি বলবো । সে তো মাস্টারক্লাস এক্টর । তার এক্টিং ছিল এক কথায় অনবদ্য । মুভি দেখতে দেখতে মনে হচ্ছিলো আমি নিজে যেন ঐ জায়গায় । এতো অকৃত্রিম আর বাস্তব অভিনয় যে বলার বাইরে । Trisha Krishnan এর এক্টিং ও অসাধারণ ছিল । সেই সাথে তাদের বন্ধু বান্ধব তাদের এক্টিং ও পারফেক্ট ছিল । সব মিলিয়ে এক্টিং এ খুঁত ধরার কোন চান্স ই নাই ।

মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ । প্রতিটা মুহূর্ত আরো হৃদয়ের কাছে এসে ধরা দিয়ে যায় ।

যদি আড়াই ঘন্টা সময় ভালোবাসার এক অকৃত্রিম রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে দেরি না করে এক্ষুণি দেখে ফেলুন মুভি টা । অবশ্যই ভালো লাগবে । 

মুভিটি দেখতে আমাদের সার্ভারে ভিজিট করুন http://172.18.50.2/Hind%20Movie/ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পোস্টটি ভালো লাগবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না hig speed download এর জন্য আমাদের সংযোগ ব্যবহর করুন....01747215521
Awesome post !Dot net application development company
ReplyDelete