96


কিছু কিছু মুভি আসোলে শুধু চোখ দিয়ে দেখলেই হয় না , হৃদয় দিয়েও অনুভব করা লাগে । 96 ঠিক এইরকমই একটি মুভি । 96 শুধু একটি মুভি নয় , এটা একটা ভালোবাসা । এটা একটা নস্টালজিয়া । ভালো লাগার অনেক মুভিই থাকে কিন্তু হৃদয়ে জায়গা করতে পারে খুবই কম মুভি । 96 হৃদয়ে জায়গা করে নেওয়া একটা মুভি । ❤
সত্যিকারের ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নেই । আমৃত্যু এই ভালোবাসা তার রং ছড়িয়ে যায় রংধনুর মতো । এই ভালোবাসায় নেই তো শারীরিক চাহিদা । এই ভালোবাসা পবিত্র , অকৃত্রিম , অমর । ভালোবাসার মানুষটিকে পাই বা না পাই , ভালোবাসা এক বিন্দুও তাতে কমে না । 96 এই রকম অকৃত্রিম , পবিত্র , অমর এক ভালোবাসার মুভি । ❤
স্কুল লাইফ আমাদের সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় । এই স্কুলেই আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান এবং অপূর্ব কিছু সময় কাটাই । আর এই স্কুলের স্মৃতি গুলোই আমাদের সারাজীবন মনে থাকে । এই স্মৃতি রোমন্থন করেই আমরা আনন্দ খুঁজে পাই । এই স্মৃতির মধ্যে থাকে স্কুল জীবনে করা বিভিন্ন মজা । স্কুলের ক্লাসরুম , দরজা , জানালা , খেলার মাঠ সবই খুব আপন । দীর্ঘ সময় পরে যখন আমরা সেখানে ফিরে যাই তখন চোখ ভিজে আসে জলে । স্মৃতিকাতর হয়ে যেতে হয় । 96 মুভিতেও সেই স্মৃতিকাতরতা ফুটে উঠেছে । ❤
স্কুল লাইফে সবারই টুকটাক ভালোলাগা , ভালোবাসা থাকেই । কিন্তু এই ভালোলাগাকে ভালোবাসায় রূপান্তর করা আর এই ভালোবাসা সারাজীবন আগলে রাখা খুবই বিরল । সেইরকম শক্তি , সাহস সবার থাকে না । এইরকম এক সাহসী ভালোবাসার মুভিই 96 । ❤
96 হচ্ছে আসোলে তাদের ব্যাচ । 22 বছর আগে যেই ব্যাচে Ram(Vijay Sethupathi) আর Jaanu(Trisha Krishnan) একসাথে পড়াশোনা করতো । আর সেখানেই তাদের প্রেম ভালোবাসার সূচনা হয় । আর 22 বছর পর এক রিইউনিয়ন প্রোগ্রামে এসে সেই ভালোবাসার স্মৃতি রোমন্থন করে তারা । ❤
এইবার আসি এক্টিং এর কথায় । Vijay Sethupathi এর কথা আর কি বলবো । সে তো মাস্টারক্লাস এক্টর । তার এক্টিং ছিল এক কথায় অনবদ্য । মুভি দেখতে দেখতে মনে হচ্ছিলো আমি নিজে যেন ঐ জায়গায় । এতো অকৃত্রিম আর বাস্তব অভিনয় যে বলার বাইরে । Trisha Krishnan এর এক্টিং ও অসাধারণ ছিল । সেই সাথে তাদের বন্ধু বান্ধব তাদের এক্টিং ও পারফেক্ট ছিল । সব মিলিয়ে এক্টিং এ খুঁত ধরার কোন চান্স ই নাই । ❤
মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ । প্রতিটা মুহূর্ত আরো হৃদয়ের কাছে এসে ধরা দিয়ে যায় । ❤
যদি আড়াই ঘন্টা সময় ভালোবাসার এক অকৃত্রিম রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে দেরি না করে এক্ষুণি দেখে ফেলুন মুভি টা । অবশ্যই ভালো লাগবে । ❤


মুভিটি দেখতে আমাদের সার্ভারে ভিজিট করুন http://172.18.50.2/Hind%20Movie/ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পোস্টটি ভালো লাগবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না hig speed download এর জন্য আমাদের সংযোগ ব্যবহর করুন....01747215521

Comments

Post a Comment