SATHI

আপনার লাইফের দেখা প্রথম সিনেমার নাম কি? হয়তো সঠিকভাবে বলা সম্ভব নাহ।আমারও মনে নেই,তবে লাইফের প্রথম দেখা সিনেমার কথা মনে হলেই সর্বপ্রথম মনে পড়ে জিৎ এর "সাথী" সিনেমার কথা। যখন এই সিনেমাটি দেখেছি তখন আমার বয়স খুব বেশী হলে চার বছর হবে।তখন দর্শকমহলে সিনেমাটি খুবই সাড়া জাগিয়েছিল।এই সিনেমা দিয়েই জিৎ এর রুপালি পর্দায় আগমন ঘটে, প্রচুর পরিচিতি ও নামডাক পায়।যদিও সিনেমাটি অন্য একটি সিনেমার রিমেক ছিলো, কিন্তু জিৎ এর অভিনয় দেখে দর্শক মুগ্ধ হয়ে যায়।এর আগেও জিৎ একটা তামিল সিনেমায় অভিনয় করছিলো, কিন্তু ওতোটা সুবিধা করতে পারেনি।
"সাথী" সিনেমায় দেখানো হয় একজন মানুষ তার ভালোবাসার জন্য কত কিছুই না করে, কত ত্যাগই না সহ্য করে। ভরণপোষণের দায়িত্ব থেকে শুরু করে নিজের কিডনি বিক্রি করে চোখের অপারেশন অব্ধি।নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষটির স্বপ্নের পিছে ছুটা, এবং সেটা পাইয়ে দেওয়া।সিনেমার গল্পটি হয়তো সবারই জানা। আমি তোহ ব্যস স্মৃতিচারণ করছিলাম।
এই সিনেমার প্রত্যেকটি গানই আমার বেশ ভাল লেগেছিল।তবে সব থেকে বেশী ভালো লেগেছিল "ও বন্ধু তুমি শুনতে কি পাও" গানটি।এতোই ভালো লেগেছিল যে, একবার শুনেই গানটি মুখস্থ হয়ে গিয়েছিল। একটি মজার ব্যাপার হলো,প্রাইমারি স্কুলে পড়ার সময় টানা তিন বার বার্ষিক ক্রিড়া(?) অনুষ্ঠানে এই গান গেয়ে প্রথম স্থান অর্জন করেছিলাম।
আজ সারাদিন ধরে শুধু সাথী সিনেমার গান গুলোই শুনে চলেছি।আহা সেই সুর, সেই গান,আর আমি এক অবলা দর্শক।
মুভিটি দেখতে আমাদের সার্ভারে ভিজিট করুন http://172.18.50.2/South%20Indian%20Movie/ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পোস্টটি ভালো লাগবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না hig speed download এর জন্য আমাদের সংযোগ ব্যবহর করুন....01747215521

Comments